মেহেরপুর নিউজ, ২৯ আগষ্ট: বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি পাবনা প্রতিনিধি ও পাবনা থেকে প্রকাশিত ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর জেলা প্রেস ক্লাব। একই সাথে হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়েছে। বুধবার মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেলর আযম ও সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়েছে, একটি স্বাধীন দেশে প্রত্যেক নাগরিকের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যা আমাদের লজ্জিত করেছে, অপরদিকে নারী সাংবাদিকতার পাশাাপাশি সকল সাংবাদিকরা আজ হুমকির মুখে পড়েছে। অনতিবিলম্বে প্রশানের কাছে এ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে অফিস থেকে বাসায় ফিরছিলেন সুবর্ণা নদী। বাসার সামনে পৌঁছলে ওঁত পেতে থাকা মুখ ঢাকা দুই ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। তারা সুবর্ণাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের চিনতে পারেননি তিনি। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরই সুবর্ণার মৃত্যু হয়।