বর্তমান পরিপ্রেক্ষিত

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায়-বরণ

By মেহেরপুর নিউজ

December 11, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাসকে অন্যত্র বদলি এবং ডা.আনজুমানোয়ারা মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

বুধবার বিকালের দিকে ডা.আনজুমানোয়ারা মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস ডা.আনজুমানোয়ারাকে ফুলেল শুভেচছা জানান।

এসময় ডা.কামরুন নাহার, স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, ইপিআই টেকনোলজিস তোফাজ্জেল হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। ডা. অলক কুমার দাসকে বরিশালে বদলী করা হয়েছে।