বর্তমান পরিপ্রেক্ষিত

সদর উপজেলা বিএনপি’র বিভিন্ন দাবিসহ প্রচার পত্র বিতরণ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 12, 2025

মেহেরপুর নিউজ:

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ কৃষকের স্যারের সংকট নিরশনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রপ্রধান ও মেরামতের রূপরেখা ৩১ দফার ভিত্তিতে প্রচার পত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা ও আমঝুপি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আমঝুপিতে প্রচার পত্র বিতরণ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রপ্রধান ও মেরামতের রূপরেখা ৩১ দফার ভিত্তিতে প্রচার পত্র বিলি করা হয়। এর আগে একটি মিছিল বের করা হয়।

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্ব মিছিলটি আমঝুপি উত্তরপাড়া থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমঝুপি বাজারে গিয়ে শেষ করা হয়। মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, আমঝুপি ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।