বর্তমান পরিপ্রেক্ষিত

সদর উপজেলা প্রশাসনের শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

By মেহেরপুর নিউজ

January 08, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ন কেন্দ্র ঘুরে ঘুরে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন আশ্রায়ন প্রকল্পে আশ্রিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতার্থদের সাথে কথা বলেন। এবং সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান তার সাথে ছিলেন।