ফুটবল

সদর উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাড়দি ও পিরোজপুর ফাইনাল

By মেহেরপুর নিউজ

January 16, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার বাড়দি ইউনিয়ন এবং পিরোজপুর ইউনিয়ন ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় বারাদি ইউনিয়ন টাইব্রেকারে বুড়িপোতা ইউনিয়নকে এবং পিরোজপুর ইউনিয়ন টাইব্রেকারে আমঝুপি ইউনিয়নকে পরাজিত করে। প্রথম সেমিফাইনাল খেলায় আত্মঘাতী গোলে বাড়াদী ইউনিয়ন এগিয়ে যাই। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড পূর্বে বুড়িপোতার রশিদুল গোল করে খেলার সমতা ফেরান। পরে টাইব্রেকারে বারাদী ইউনিয় ৪-২ গোলে বুড়িপোতাকে পরাজিত করে।টাইব্রেকারে বাড়াদির পক্ষে আকাশ, সামিউল, আউয়াল,পরশ একটি করে গোল করেন। বুড়িপোতার শাকিল ও ইলিয়াস একটি করে গোল করেন।

এদিকে একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত পিরোজপুর ইউনিয়ন টাইব্রেকারে আমঝুপি ইউনিয়নকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে পিরোজপুরের পক্ষে জাহিদ, তামিম এবং সাদ্দাম গোল করেন। আমঝপির পক্ষে সাইফ ও ইউসুফ গোল করে।

এদিকে খেলায় প্রথমার্ধে ১১ মিনিটের মাথায় পিরোজপুরের রাকিবকে পরপর ২টি হলুদ কার্ড এবং পরে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয়। বাকি সময়টুকু পিরোজপুর ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত তারা ফাইনাল টিকেট লাভ করে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম খেলা উপভোগ করেন।