বর্তমান পরিপ্রেক্ষিত

সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম আনার কারাগারে

By Meherpur News

April 16, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম আনারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরের দিকে সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার অফিসার্স ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে ইন্সপেক্টর অপারেশন জাহাঙ্গীর সেলিম শহ সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার আশরাফপুর গ্রামে আনারুল ইসলাম চেয়ারম্যানের ভাটায় অভিযান চালিয়ে আনারুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে গত ২৮ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে সাবেক উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলামকে আটক করা হয়। যার মামলা নং ২০।