মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ খায়রুল ইসলাম। বৃহস্পতিবার সকালের দিকে খায়রুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে যোগদান করেন।
খায়রুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দা। তিনি ৩৫ তম বিসিএস ক্যাডার হিসেবে ২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। দুই কন্যা সন্তানের জনক খাইরুল ইসলাম এর আগে টাঙ্গাইলে এনডিসি পরে, সহকারী কমিশনার (ভূমি) এবং পরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর সহধর্মিনী মাহামুদা পারভীন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে নবাগত মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম সকলের সহযোগিতা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।