মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ হোসেন নামের এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মাসুম আলীর ছেলে।
জানা গেছে সকালের দিকে জিহাদ হোসেন মাঠে খাবার দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।