প্রকৌশলী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গাংনী, মোঃ জাকির হোসেন :
চলমান নভেল করোনা ভাইরাস (COVID-19) মহামারী মোকাবেলায় স্বাস্থগত ঝুঁকি সমন্বয়ে গৃহীত বিভিন্ন ব্যবস্থার প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশও কার্যত অচল হয়ে পড়েছে। ফলস্রুতিতে দিনমজুর, রিক্সা-ভ্যান চালক, ভবঘুরে, পাগল, ভিক্ষুক, ক্ষুদে ব্যবসায়িসহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। এই দুর্যোগকালীন সময় পর্যালোচনা করলে দুটি বিষয় প্রতীয়মান হয়।
প্রথম বিয়টি ইতিবাচকঃ এই বিপর্যয়ে খাদ্য ও অর্থনৈতিক ঝুঁকির মুখে থাকা দরিদ্র-অসহায় পরিবারের সাহায্যে এগিয়ে আসছেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ি, চাকরিজীবী, বিভিন্ন সামাজিক সংস্থাসহ সরকারের বিভিন্ন দপ্তর। মানবতার সেবায় তাদের এই অংশগ্রহণ সুষ্ঠু সামাজিক পরিবেশের বহি:প্রকাশ। তাদের জন্য কৃতজ্ঞতা এবং শুভকামনা।
দ্বিতীয় বিষয়টি খানিক মূল্যায়নের দাবি রাখে। যে যার অবস্থান থেকে নিজের মতো ত্রাণ বিতরণের কারণে অনেক জায়গায় বিশৃঙ্খলা দেখা গেছে। করোনায় স্বাস্থবিধির সবচেয়ে বড় দিকটি হলো, সামাজিক দূরত্ব তৈরি করে করোনা ঝুঁকি হ্রাস করা। অনেক ক্ষেত্রেই এটির বত্যায় ঘটতে দেখা যাচ্ছে। আবার কিছু পরিবার বার বার ত্রাণ পেলেও অনেক পরিবার একেবারে না পাওয়ার অভিযোগও শোনা যাচ্ছে। দলীয় বিবেচনার বিষয়টিও ঘুরেফিরে এসেছে একাধিকবার।
চলমান অচলাবস্থা কবে নাগাদ শেষ হবে কেউ বলতে পারে না, বরং দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমাদের সম্পদ খুব সীমিত। এখন-ই যথাযথ ব্যবস্থা না নিলে সামনে আরো ভয়ংকর অবস্থার সম্মুখীন হতে হবে। এমতাবস্থায় ত্রাণ বিতরণের প্রয়োজনে একটি সমন্বিত ব্যবস্থাপনা প্রণয়নের লক্ষ্যে কিছু প্রস্তাবনা উপস্থাপন করছি।
(ক) উপজেলা ভিত্তিক একটি কেন্দ্রীয় ত্রাণ তহবিল গঠন করতে হবে। ব্যক্তি, সংস্থা বা যে কোনো প্রতিষ্ঠান যারা ত্রাণ কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক সেই তহবিলে (নগদ টাকা বা খাদ্য শস্য) জমা করবেন।
(খ) স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবর্গ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে করা
(গ) অনতিবিলম্বে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্যাটাগরিভিত্তিক একটি অগ্রাধিকার তালিকা তৈরি করতে হবে। তালিকা তৈরিতে ইউপি মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে জড়িত সরকারি দপ্তরসমুহের সহায়তা নেওয়া যেতে পারে।
(ঘ) ত্রাণের প্যাকেজিং ও সরবরাহ কাজে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আনসার বাহিনীর সদস্য ও স্কুল শিক্ষকদের অংশগ্রহণের ব্যবস্থা নেওয়া যেতে পারে।
(ঙ) তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছানোর কাজে সার্বক্ষণিক একাধিক গাড়ির ব্যবস্থা করতে হবে।
(চ) আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য উপজেলা কেন্দ্রীয় ত্রাণ তহবিলের অর্থ ব্যায় করা যেতে পারে। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সরকারের চলমান লক-ডাউন কর্মসূচি কোনো কাজেই আসবে না। বিষয়টি ভেবে দেখার জন্য দায়িত্বশীল ব্যক্তিদের একান্ত অনুরোধ রইলো।