অন্যান্য

সংরক্ষিত মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে ১১ জনের মনোনয়ন পত্র বৈধ

By মেহেরপুর নিউজ

May 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ মে: উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন-২০১৫ উপলক্ষে গাংনী ও মুজিবনগর উপজেলায় মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন । এদের মধ্যে ১১ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন রির্টানিং অফিসার।

শনিবার মনোনয়নপ্ত্র বাছাইকালে মনোয়ন পত্র জমাদান কারীদের মধ্যে গাংনীতে ৮জন এবং মুজিবনগরে ৩ জনের মনোনয়ন বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন: গাংণীতে শামিরন নেছা, , গুলশানআরা, নাজনীন আক্তার, পারভিনা, রহিদা খাতুন, আসমা খাতুন, ও রেহেনা খাতুন। মুজিবনগরের প্রার্থীরা হলো শাহিনা খাতুন জান্নাতুল ও আফরোজা খাতুন। আগামী ১৫ জুন মেহেরপুর জেলার তিন উপজেলার সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।