ঝিনাইদাহ, কালীগঞ্জ, মোঃ আব্দুর রহমান(পিয়ার):
===============================================
বঙ্গবন্ধু জন্ম তোমার এই বঙ্গেতে,
উদার চিত্তে শতবর্ষ পর ডাকছে ভুবন
আজিকে মানব উত্তাল হর্ষে গায় জয়গান
আত্মারী টানে প্রতীক্ষা টুকু সেরা চিঠি হাতে।
প্রধানমন্ত্রী লিখিয়াছে চিঠি বাবাকে ভাবিয়া ,
তুলিয়া দিয়াছে মুজিব শতকে শিশুদের হাতে
সেরা উপহার পেলো জাতি আজ মুজিব বর্ষতে
বাবার সুযোগ্য প্রিয় কন্যা দিল চিঠিটা সপিয়া।
ধরনীতে আজ শিশু মাতে জয় বাংলার গানে।
সেই কচি খোকা হলো প্রিয় নেতা সারা ভুবনেতে
পাখি গায় গান, নদী কলতান শতক ফ‚র্তিতে
বজ্রকন্ঠের শিরদাঁড় বাণী কানে বাঁজে আজ।
নয়নে স্বপ্ন হৃদয়ে আশার মিলেছে পূণ্যতা,
পিতা কাছে নেই কাঁদছে মানব ক্লেশ মনেতে
অমর বাণীটা যুগ যুগ ধরে চলবে জগতে
মাঠে -পথে- হাটে মুক্ত আকাশে গাইবে জনতা।
বঙ্গবন্ধু শতবর্ষ নয় লক্ষ বছর
ডাকবে তোমায় কোটি ,কোটি হাত এই বাংলার।
সমাপ্ত