তিন ম্যাচের ওয়া্নডে সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামিকাল শনিবার। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। এই সিরিজই দেশের বাইরে শেষ বিদেশ সফর বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ শুক্রবার বিসিবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান মাশরাফি বিন মর্তুজা। তবে এই সিরিজটিই ক্যারিয়ারের শেষ সিরিজ কিনা সে বিষয়ে দেশে ফিরে ভাববেন বলে জানান তিনি।
শনিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ২৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। আর শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। সিরিজ শেষ করে ১ আগস্ট দেশে ফিরার কথা টাইগারদের।
সূত্র: কালের কণ্ঠ