জাতীয় ও আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০, গ্রেফতার ২৪

By মেহেরপুর নিউজ

April 22, 2019

ডেস্ক রিপোর্ট, ২২ এপ্রিল:

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫০০ জন। সোমবার সকালে পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা হতাহতের এ তথ্য জানিয়েছেন। এর আগে রবিবার রাতে ২০৭ জন নিহতের খবর দিয়েছিল পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। সোমবার পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা এ ঘটনায় ইতোমধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। তবে গ্রেফতারকৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানান, হামলায় নিহতদের মধ্যে ৩০ জন বিদেশিও রয়েছেন। দেশ এবং দেশের জনগণকে নিরাপদ রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করছে বলেও জানান রুয়ান বিজয়বর্ধন। তিনি বলেন, আমাদের বিশ্বাস দুর্ভাগ্যজনক এই সন্ত্রাসী হামলায় জড়িত সব অপরাধীকে যত দ্রুত সম্ভব হেফাজতে নেওয়া হবে। তাদের শনাক্ত করা হয়েছে।

তবে পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, আটটি হামলার মধ্যে আত্মঘাতী হামলাকারীরা অন্তত দুটি হামলা চালিয়েছে। পুলিশ সন্দেহভাজন হামলাকারীদের অবস্থান সম্পর্কে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালানোর সময় আরেকজন আত্মঘাতী বোমা হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে তিন পুলিশ নিহত হয়।