মেহেরপুর মটর শ্রমিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনাকে মুক্তি দেয়ায় সকাল থেকে চলা শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক থেকে বের হয়ে মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল হান্নান মেহেরপুর নিউজকে জানান, শ্রমিক ইউনিয়নের সভাপতিকে মুক্তি দেয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এখণ থেকে বাস চলাচলে আর কোনো বাঁধা রইলো না।
এদিকে, বৈঠক শেষ করে শ্রমিকদের একটি দল শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনাকে মুক্ত করে আনতে থানায় অবস্থান করছেন। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল,ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী কদর, শ্রমিক নেতা এনামুল হকসহ শ্রমিক নেতা সোনাকে মুক্ত করে নিয়ে আসেন।