কবিতা

শ্যাম বর্ণ-

By মেহেরপুর নিউজ

January 30, 2024

নুসরাত নীলা-

সুন্দর নয় আমি নয় যে চমৎকার ,

তবে বলো কী করে পাবো আমি তাহাদের উপকার ।

সবার মনোভাব শ্যাম সুন্দর জানে ,

কাছে টানে যে ফর্সার অবর্তমানে ।

শ্যাম বর্ণ কী মোর ভুল..! তবে কী হবে তার মাসুল…..?

প্রেমের তো নেই কোনো বর্রণ ,

শ্যাম বর্ণের প্রেম হয় কেমন..?

রূপবতীর প্রেম হয় যেমন !

ফর্সার প্রেম হয় মনে,,,,

শ্যাম বর্ণের প্রেম হয় স্বপনে ।

সুন্দর হয় ভিন্ন ভিন্ন…

কিন্তু মন ভিন্ন নয়,,

ভালোবাসা রুপ দিয়ে নয়,,,,

মন দিয়ে হয় ।

গায়ের রং শ্যামবর্ণ – কালো বলে সে কি রূপবতী নয়,,,,

রুপ কী আসলে-ই-সাদা চামড়া আর কালো দিয়ে বিবেচনা হয় ।

রুপ তো হয় আসলে অনুভাবে,,,,

সাদা শ্যাম তো শুধু _ মনোভাবে,,,।।।