মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন এবং সাধারন সদস্য পদে ২১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গত ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে এসকল প্রার্থীরা নির্বাচনে লড়েছিলেন। নিয়ম অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী শ্যামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।এরমধ্যে আব্দুল বারি, জাতীয় পার্টির খেলাফত আলী, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান এবং নয়ন হাবিব তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এদিকে শ্যামপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে সিমা খাতুন,৩ নম্বর ওয়ার্ডে নাজমা আক্তার ও মাজেদা খাতুনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এই ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের জহুর আলী, সোলেমান ও আলমগীর হোসেন।২ নং ওয়ার্ডে আবদুল হান্নান। ৪ নং ওয়ার্ডে সুজন, আব্দুর রাজ্জাক, তরিকুল, বাবুল ও আরিফুল।৬ নং ওয়ার্ডে আব্দুস সালাম ও মুজিবুর রহমান।৭ নং ওয়ার্ডে দুলাল হোসেন ও শহর আলী। ৮ নং ওয়ার্ডে কাজী মোফাজ্জেল, আবুল হোসেন, মিলন বিশ্বাস ও শামীম হাসান। এবং ৯ নং ওয়ার্ডে আসাদুল হক এবং মিজানুর রহমান তাদের জামানত হারাচ্ছেন।