নির্বাচন

শ্যামপুর ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

By মেহেরপুর নিউজ

May 27, 2022

মেহেরপুর নিউজ:

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুরের নব গঠিত শ্যামপুর ইউনিয়নের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

চেয়ারম্যান পদে আক্তার হোসেন (অটোরিকশা) , মতিয়ার রহমান (চশমা) ,খিলাফত আলী(নাঙ্গল) , আবুল হাসেম (ঘোড়া) , কামরুল হাসান(আনারস) , আব্দুল বারী(ঢোল) , নয়ন হাবিব(মোটরসাইকেল) প্রতীক লাভ করেছেন।

শ্যামপুর ইউনিয়নের সংরক্ষিত সদস্যপদে ১ নং ওয়ার্ডে আসমা খাতুন(বক) , রুপালি খাতুন(তালগাছ) , কাকলী খাতুন(জিরাফ) , সিমা খাতুন(মাইক) ।

২ নং ওয়ার্ডে ফজিলা খাতুন(মাইক) , মনোয়ারা খাতুন(বক) ,সোনিয়া আক্তার(তালগাছ) । ৩ নং ওয়ার্ডে আরিফা খাতুন(মাইক), নাশেদা আক্তার(বক) , নাজমা আক্তার(তালগাছ) ,ফাহিমা খাতুন (সূর্যমুখী ফুল) ও মাজেদা খাতুন(জিরাফ) প্রতীক লাভ করেছেন ।

শ্যামপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে জহুর আলী(তালা) , এস এম ইকবাল(ঘুড়ি) , আব্বাসউদ্দীন (টিউবওয়েল) , সলেমান(মোরগ) , চাঁদ আলী(ফুটবল) ,আলমগীর হোসেন(বৈদ্যুতিক পাখা) ।

২ নাম্বার ওয়ার্ডে রবিউল ইসলাম(মোরগ) , আনারুল ইসলাম(তালা) ,মোয়াজ্জেম হোসেন(ফুটবল) ,আব্দুল হান্নান(টিউবওয়েল) । ৩ নং ওয়ার্ডে আব্দুল আজিজ(মোরগ) , শহিদুর রহমান(টিউবওয়েল) , একরামুল হক(ফুটবল) ।

৪নং ওয়ার্ডে তরিকুল ইসলাম(আপেল) , শামিম রেজা(মোরগ) , সবুজ জোয়ার্দার(বৈদ্যুতিক পাখা) , সুজন জোয়ারদার(ঘুড়ি) , আব্দুর রাজ্জাক(তালা) , তারিখ(ফুটবল) , বাবুল হক(ক্রিকেট ব্যাট) ,আরিফুল(টিউবওয়েল) ।

৫ নং ওয়ার্ডে আওলাদ হোসেন (ফুটবল) বদরুদ্দীন(টিউবওয়েল) । ৬ নং ওয়ার্ডে রবিউল ইসলাম(ঘুড়ি) , মতিয়ার রহমান(মোরগ) , আবুল হাশেম(টিউবওয়েল) , আব্দুস সালাম(ফুটবল) , আবুল কালাম আজাদ(বৈদ্যুতিক ফ্যান) ,মুজিবুর রহমান(তালা) ।

৭ নং ওয়ার্ডে দুলাল হোসেন(তালা) , রেজাউল হক(ভ্যান গাড়ি) , মিজ্জাত হোসেন(ফুটবল) , শহর আলী(টিউবওয়েল) , মশিউর রহমান(মোরগ) ।

৮ নং ওয়ার্ডে কাজী মোফাজ্জেল(তালা) , আবুল হোসেন(ক্রিকেট ব্যাট) , কুতুবউদ্দিন(মোরগ) , আমিরুল ইসলাম(ফুটবল) , মিলন বিশ্বাস(ঘুড়ি) , বাবুল আক্তার(টিউবওয়েল) , শামীম হাসান(ভ্যান গাড়ি) ।

৯ নম্বর ওয়ার্ডে আসাদুল হক(মোরগ) , আশরাফুল ইসলাম(ক্রিকেট ব্যাট) ,মিজানুর রহমান(ফুটবল) , সাইদুর রহমান (টিউবল) প্রতীক লাভ করেছেন।