মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) উদ্যোগে খুলনায় অনুষ্ঠিত শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলা তাদের প্রথম খেলায় জয়লাভ করেছে।
সোমবার খুলনা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর জেলা একাদশ ৭৭ রানের বিশাল ব্যবধানে পটুয়াখালী জেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর জেলা দল ৪২.৩ ওভারে ১৬৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আল-আমিন সর্বোচ্চ ২৯ রান করেন। জবাবে খেলতে নেমে পটুয়াখালীজেলা দল মেহেরপুরের ইউসুফের বিধ্বংসী বোলিং মুখে ৩৩ ওভারে মাত্র ৯০ রান করে সবাই আউট হয়ে যায়। ইউসুফ ৫ টি উইকেট দখল করেন।