মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ অক্টোবর: শিক্ষকদের বরণ ও সম্মাননা জানানোর মধ্যে দিয়ে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ।
বুধবার সকাল ১০ টায় পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ডা: কাজল আলীর নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেহেরপুর সরকারী বালক বিদ্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে বিদ্যালয় প্রা্ঙ্গনে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান চঞ্চল ও ইব্রাহিম খান হিমুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সামস আলদিন সুমন, অনুপ কুমার বিশ্বাস, মীর সাদিক ওয়াহিদ নিয়ন। শিক্ষককদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল রাজ্জাক খান, নুরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, মোজাম্মেল হক, ইফতে খাইরুল ইসলাম, সুশীল কুমার চক্রবর্তী, রবীন্দ্রনাথ সাহা, আকরামুল হক, আব্দুল মান্নান, ফজলুল হক, আব্দুর রাজ্জাক, কাজী আনিসুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে শিক্ষকরা ছাত্রদের সাথে মধ্যহৃভোজে অংশগ্রহণ করেন। বিরতীর পরে বিকালে উন্মুক্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।