মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ অক্টোবর:
মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের গো হাট সংলগ্ন ১৪ বিঘার জমির উপর নির্মান হতে যাচ্ছে মেহেরপুর শিশু পার্ক। আগামী ১০ নভেম্বর এর ভিত্তি প্রস্থরের উদ্বোধন করা হবে এবং আগামী রোজার ঈদের আগে কাজ সম্পন্ন করে শিশুদের জন্য উন্মুক্ত করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর ওয়ান্ডার ল্যান্ড কার্যালয়ে ওয়ান্ডার ল্যান্ড কতৃপক্ষ ও মেহেরপুর পৌর মেয়রের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তী স্বাক্ষরিত হয়।
ফরিদপুর শিশু পার্কের আদলে এ শিশু পার্কটি তৈরি করা হবে বলে জানান পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু। তিনি আরো বলেন, আগামী ১০ নভেম্বর মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এর ভিত্তি প্রস্থর উদ্বোধন করবেন।
চুক্তি অনুয়ায়ী মেহেরপুর শিশু পার্কটি নির্মিত হলে মেহেরপুর বাসীর দীর্র্ঘদিনের চিত্ত বিনোদণের প্রত্যাশা পূরণ হবে পাশাপাশি শহরের কলেবর বৃদ্ধি পাবে বলে ধারনা করছেন সচেতন মহল।