এক ঝলক

শীতে কাঁপছে মেহেরপুর

By Enayet Akram

December 21, 2019

মেহেরপুর নিউজ,২১ ডিসেম্বর: পৌষের শেষ সপ্তাহে শীতে কাঁপছে গোটা মেহেরপুর জেলা। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে জেলাবাসী। আজ সকাল ৮ টায় মেহেরপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৮.৪ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা কমেনি।

চ্যানেল ২৪ এর মেহেরপুর জেলা প্রতিনিধি মো: রাশেদুজ্জামান রাশেদ মেহেরপুর নিউজকে বলেন, গত দুদিনের তুলনায় তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। বরঞ্চ শীতের তীব্রতা বেড়েছে গত কয়েকদিনের তুলনায় মাত্রাতিরিক্ত। তিনি বলেন, তাপমাত্রা বাড়লেও সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কুয়াশার চাদরে ঢেকে আছে গোটা মেহেরপুর।

রাশেদুজ্জামান বলেন, এই শীতে সবচেয়ে বিপাকে পড়েছে জেলায় স্বল্প আযের মানুষেরা। তারা প্রচন্ড ঠান্ডায় কাজে যেতে পারছেনা। যার ফলে তাদের আয়ে একটা ভাটা পড়েছে।

রিকশাচালক জমশেদ আলী জানান, ঘন কুয়াশা এবং ঠাণ্ডা বাতাসের কারণে সময় মতো রাস্তায় বের হতে পারছেন না।

এদিকে কুয়াশা বাড়ায় নিতান্তই প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউ। আর সন্ধ্যা নামতে না নামতেই গুটিয়ে যাচ্ছে হাট বাজার, বন্ধ হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের দোকানপাট। সকালে স্কুলগামী শিশু এবং বৃদ্ধদের কষ্ট বেড়েছে দ্বিগুণ। সারাদিন সূর্যের দেখা না মেলায় গরম কাপড় জড়িয়েই কাজে যোগ দিতে হচ্ছে সবাইকে।

অপরদিকে শীতের কারণে বাড়ছে ঠাণ্ডা জনিত রোগের প্রকোপ। মেহেরপুর জেনারেল ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কিছু কিছু রোগী আসা শুরু হয়েছে।