খেলাধুলা

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উচ্চ লাফে ইব্রাহিম খুলনা- বরিশাল অঞ্চলে ২য়

By মেহেরপুর নিউজ

February 20, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মো: ইব্রাহিম মিয়া বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া খুলনা বিভাগীয় সমিতির উদ্যোগে খুলনায় অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উচ্চ লাফে খুলনা- বরিশাল অঞ্চলে ২য় স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের লিটন মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া গত মাসে অনুষ্ঠিত উচ্চ লাফে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।গত ১০ ফেব্রুয়ারী মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে খুলনা উপ-অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

১৮ ফেব্রুয়ারি উপ-অঞ্চল পর্যায়ে ২য় স্থান অধিকার করে এবং সর্বশেষ বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে অনুষ্ঠিত অঞ্চল পর্যায়ে ২য় স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ লাভ করেছে।জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ইব্রাহিমিয়া সকলের কাছ থেকে দোয়া কামনা করেছেন।