মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা অসামান্য সাফল্য অর্জন করেছেন।
জেলা পর্যায়ের খেলায় জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট (বালক) চ্যাম্পিয়ন।ক্রিকেট (বালিকা) চ্যাম্পিয়ন ভলিবল (বালিকা) চ্যাম্পিয়ন, বাস্কেটবল (বালক) চ্যাম্পিয়ন, বাস্কেটবল (বালিকা) চ্যাম্পিয়ন, হকি (বালক) চ্যাম্পিয়ন। হকি (বালিকা) চ্যাম্পিয়ন, টেবিল টেনিস (বালক-একক) চ্যাম্পিয়ন, টেবিল টেনিস (বালক-দ্বৈত) চ্যাম্পিয়ন, টেবিল টেনিস (বালিকা-দ্বৈত) চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১০০ মি. দৌড় (বড় বালক) মোঃ নিশান হোসেন ২য়, ১০০ মি. দৌড় (মধ্যম বালক) মোঃ কাউছার হোসেন ১ম, ২০০ মি. দৌড় (মধ্যম বালক) মোঃ কাউছার হোসেন ১ম, ৪×১০০ রিলে (মধ্যম বালক) মোঃ কাউছার হোসেন ও তার দল ১ম, দীর্ঘ লাফ (মধ্যম বালক) মোঃ কাউছার হোসেন ১ম, লাফ-ধাপ-ঝাপ (মধ্যম বালক) মোঃ মারুফ আল জাদিদ ১ম, ৪×৫০ মি, রিলে (ছোট বালক) মোঃ সাকিবুল ইসলাম ও তার দল ২য়, লাফ-ধাপ-ঝাপ (বড় বালিকা) মোছাঃ শাহেলা খাতুন ১ম, লাফ-ধাপ-ঝাপ (মধ্যম বালিকা) মোছাঃ জুম্মিয়ারা খাতুন ১ম, বর্শা নিক্ষেপ (মধ্যম বালিকা) মোছাঃ হাসি খাতুন ১ম, উচ্চ লাফ (বড় বালক) মোঃ নাজমুস সাকিব সামি ২য়, ৪০০ মি. দৌড় (মধ্যম বালক) মোঃ মারুফ আল জাদিদ ১ম, উচ্চ লাফ (মধ্যম বালক) মোঃ সিয়াম হোসেন ২য়, ২০০ মি. দৌড় (ছোট বালক) মোঃ সাকিবুল হাসান ১ম, সাইক্লিং (বড় বালক) মোঃ হুসাইন আলী- ১ম স্থান হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে।
এদিকে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা অসামান্য সাফল্য অর্জন করাই জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।