মেহেরপুর নিউজ,১৫ জুলাই: সিলেটে শিশু রাজন হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনী শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দ্য হাঙ্গার প্রজেক্ট গাংনী এরিয়া অফিস ও নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অল্ডাম, দি হাঙ্গার প্রজেক্টের ভিটিআর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, সাংবাদিক রমজান আলী, আমিরুল ইসলাম অল্ডাম, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, মো. আব্দুল্লাহ, চিত্রকর কমরেড গোলাম মোস্তফা, হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন, প্রভাষক মহিবুর রহমান মিন্টু।মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ, রাজনীতিক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।