নির্বাচন

শিক্ষক পরিষদের নির্বাচনে মোহাঃ কাবিল উদ্দিন সম্পাদক পদে পুনঃ নির্বাচিত।

By মেহেরপুর নিউজ

June 29, 2022

মেহেরপুর নিউজ:

আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মোহাঃ কাবিল উদ্দিন।

এছাড়াও ইংরেজি বিভাগের মীর মোঃ মাহফুজ আলী যুগ্ম সম্পাদক (সাধারণ)  এবং সানজীদা ফেরদৌস (প্রভাষক, বাংলা)  যুগ্ম সম্পাদক ( ক্রীড়া ও সাংস্কৃতিক)  ও নাহিদ আন্দালিব ( প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) কোষাধ্যাক্ষ পদে পূনঃনির্বাচিত হয়েছেন ।

বুধবার মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে এক আনন্দ ঘন পরিবেশে কলেজের কনফারেন্স রুমে এ নির্বাচন অনুষ্টিত হয়।পদাধিকারবলে অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সভাপতি এবং উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।