মেহেরপুর নিউজ, ১২ মার্চ:
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব ও মেহেরপুরের কৃতি সন্তান জাকির হোসেন দক্ষিন কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আই পি ওয়াই জি (IPYG) অধীনস্ত হেভেনলি কালচার ওয়ান্ড রেসটোরেশন অব লাইট এর পিস অ্যাম্ব্যাসেডর মনোনীত হয়েছেন। তিনি ছাড়াও দেশের আরো ২জন একই পদে ভূষিত হয়েছেন।
সম্প্রতি বাংলাদেশস্থ ডব্লিউ এ আর পি’র অফিস উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনার শেষে আই পি ওয়াই জি এর রিজিওনাল ডিরেক্টর সোয়ান কিম জাকির হোসেনসহ আরো ২ জনের হাতে সনদপত্র তুলে দেন।