বর্তমান পরিপ্রেক্ষিত

শালিকা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

By Meherpur News

March 28, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার শালিকা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার দক্ষিন শালিকা গ্রামে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শালিকা গ্রামের স্বেচ্ছাসেবী প্রবাসী মোঃ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক টোটন।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেজাউল হক, স্বেচ্ছাসেবক ব্যবসায়ী নুরে আলম মিন্টু, মোঃ আক্তারুজ্জামান, সেচ্ছাসেবক শাকিল,প্রবাশী হুমায়ুন, মোঃ মাঝহারুল ইসলাম, আব্দুল আলিম,আব্দুল বারী, মোঃ জাহিদুল ইসলাম, আবু তালেব লিটন। পরে সেখানে ২৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।