ইন্টারন্যাশনাল পিস ইউথ গ্রুপ (আইপিওয়াইজি) এর বাংলাদেশের পিস অ্যাম্বাসেডর মেহেরপুর কৃতি সন্তান দেশ বরন্য শিক্ষক নেতা জাকির হোসেনকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে মেহেরপুরবাসী।
শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর থেকে একটি মোটরসাইকেলে শোভাযাত্রা করে বারাদিতে পৌছে জাকির হোসেনকে ফুলের মালা পরিয়ে ও তোড়া উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় বারাদি ইউনিয়ন পরিষদে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইপিওয়াইজির জেলা আহবায়ক মোখলেচুর রহমানের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে প্রথমে আটকবর ও পরে মুজিবনগর স্মৃতিসৌধে তাকে ২য় দফায় ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে তিনি আটকবর ও মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে শিক্ষক নেতা ইসরাইল হেসেন, মিয়ারুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, শাহাবুল ইসলাম, শফিকুল ইসলাম, মাসবুর রহমান, আক্কাস আলী, শরিফুল ইসলাম ও মজিবুর রহমান প্রমূখ। “এসো শান্তির পৃথিবী গড়ি” এ শ্লোগানে গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর দক্ষিন কোরিয়ার সিউলে বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশসহ বিশ্বের ১৩০টি দেশের শান্তির দুত অংশগ্রহণ করেন। জাকির হোসেনও বাংলাদেশের হয়ে সেখানে অংশগ্রহণ করায় মেহেরপুরে আজ তাকে সংবর্ধনা দেয়া হয়।