অন্যান্য

শান্তিময় বিশ্ব গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে – – – পিস এম্বাসেডর জাকির হোসেন

By মেহেরপুর নিউজ

May 18, 2016

মেহেরপুর নিউজ, ১৮ মে: আগামীর পৃথিবী তরুণদের , তরুণরাই  একটি সুন্দর শান্তিময় বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারবে। এজন্য তরুণদের সৎ, উদ্যোমী, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে হবে। তরুণ সমাজ অনেকটাই লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে না পারলে সামাজিক অবক্ষয় মহামারীতে রুপ নিবে। বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত তারুণ্য শান্তির অগ্রদূত শীর্ষক এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য ইউপিওয়াইজি এর পিস এম্বাসেডর জাকির হোসেন এ কথাগুলো বলেন। প্রবীন সমাজ সেবক ডা: জবেদ আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিওয়ািইপি’র মেহেরপুর জেলা শাখার মহাসচিব মো: মিয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান, ইউজিওয়াইপি’র এর পরিচালক অধ্যাপক সোহরাব উদ্দিন, সাঈদুর রাজ্জাক, মো: ইসরাইল হোসেন, আজমল হোসেন মিল্টু, বিশিষ্ট সমাজ সেবক সেখ সাঈদ আহমেদ, স্থানীয় ইউপি সদস্য আকতার হোসেন , মোঃ আব্দুর রশিদ, আনিছুর রহমান, নাসির উদ্দীন, মোঃ শামীম রেজা, ও মো: আসাদুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলিয়াচ হোসেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শান্তির পৃথিবী গড়ার লক্ষ্যে ১০ দফা দাবীতে গণ স্বাক্ষর গ্রহন করা হয়। প্রায় অর্ধ সহস্রাধিক তরুণ স্বেচ্ছায় স্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহন করেন।