বর্তমান পরিপ্রেক্ষিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

January 19, 2025

মেহেরপুর নিউজঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহম্মদ, সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, এম এ কে খায়রুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ,সাবেক পৌর সম্পাদক আলমগীর হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান খোকন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন মিন্টু প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন,