বর্তমান পরিপ্রেক্ষিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 05, 2025

 মেহেরপুর নিউজ: 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহেনাজ।

সভায় আসন্ন ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা. মহি উদ্দিন আহমেদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। প্রস্তুতি সভায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।