কবিতা

লোক দেখানো

By মেহেরপুর নিউজ

August 06, 2019

সব কিছুতেই লোক দেখানো সেলফিবাজি ঝাড়ু হাতে সুশীল সাজার ভেল্কিবাজি ত্রাণের বিলাবো হব রাজা কাস্তে হাতে কৃষক সাজা ছবি তুলে আপলোডায় সব পল্টিবাজি।।

সব কিছুতেই কেমন যেন ফন্দিবাজি লোক দেখানো সুনাম কেনার ধান্দাবাজি কয়লা ধুলে যায় কি কয়লা নোংরা হাতে যায়না ময়লা ঝুড়ির ময়লা রাস্তায় ফেলে কুড়ায় পাজি।।

ঈদ এসেছে ঈদ এসেছে সেলফি তোলার ধুম লেগেছে গরুর সাথে আরেক গরু তুলতে ছবি সরু সরু পাশে নিয়ে ছাগল লোক দেখানো কুরবানী দেয় কত্ত রকম পাগল।

এই সমাজের যারা মাঝি লোক দেখানোয় তারা রাজি আসল কাজে ঠনঠনা আয় ছুটে আয় নবীন যারা দেশের গুষ্টি যাকনা মারা তুলবো সেফটি টনটনা।।

কবি – এম ডি মনির, প্রকাশকাল ০৬ আগষ্ট,২০১৯