মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে লালনগুরু সাধনভজন নিয়ে গ্রামের বাউল ও মোড়লদের মধ্যে দ্বন্দ দেখা দিয়েছে। মোড়লদের অভিযোগ, বাউলরা নামাজ পড়ে না। তারা অসামাজিক কাজের সাথে যুক্ত থাকে। অন্যদিকে বাউলদের অভিযোগ, এদেশে সব ধর্ম সংস্কৃতির মানুষের জ্ঞানচর্চা করার স্বাধীনতা রয়েছে। সেক্ষেত্রে বাউলদের সাধনভজন নিষিদ্ধ করে মোড়লরা তাদের অধিকার হরণ করেছে।
বাউলতন্ত্র নিষিদ্ধ ও বাউলদের গুরুভক্তি কাজে বাধা দেওয়ার প্রতিবাদে আজ রবিবার জেলা প্রশাসকের কার্যালয় সন্মুখে ২ জেলার বাউল মানববন্ধন করে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন- তিনি বাউলদের স্মারকলিপি পেয়ে বিষয়টি তদন্তের জন্য গাংনী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এদিকে- ওই গ্রামে বাউলতন্ত্র নিষিদ্ধ, তাদের ঘরছাড়া করা, চাষাবাদে ও যাতাযাতে বাধা দেওয়ার অভিযোগ এনে গত বৃহস্পতিবার বাউল আবু বক্কর (৭৫) মেহেরপুরের আমলী আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হকিম মতিউর রহমানের আদালতে মামলা করেছেন। মামলায় গ্রামের মসজিদের ইমাম সহ গ্রামের ১৭ মোড়লকে আসামী করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলফাজ উদ্দিনকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদীর অভিযোগ- আদালতে মামলা করার অপরাধে বৃহস্পতিবার রাত্রে অভিযুক্তরা তাকে আটকিয়ে মাথার চুল কেটে দিয়েছে। ওই গ্রামে প্রায় ২২ বাউল পরিবার রয়েছে। যারা পৈত্রিক সূত্রে নিজ বসতভিটে বসবাস করে লালনভক্ত হিসাবে গুরুধ্যান চর্চার সাথে যুক্ত। অথচ- ৩ আগষ্ট মামলার অভিযুক্তরা গ্রামে বাউলতন্ত্র নিষিদ্ধ করে তাদের একঘরে করে। পাশাপাশি তাদের চাষাবাদে, যাতাযাতে ও অন্যান্য সুবিধাগ্রহনে বাধা সৃষ্টি করে। মোড়লরা গ্রামের কয়েক বাউলকে তওবা পরিয়ে মুচলেকা নেওয়ার পর গ্রামে বসবাসের সুযোগ দিয়েছে। অন্যরা তাদের ভয়ে ঘরছাড়া হয়েছে। তবে- বাদীর এই অভিযোগের বিরোধীতা করে বক্তব্য দিয়েছেন খোদ বাদীর ছোট ছেলে শিক্ষক রতন।
অন্যদিকে- অভিযুক্তদের দাবী পারিবারিক বিরোধের জের ধরে একজন বাউল নিজের ছেলে কর্তৃক লাঞ্ছিত হয়। এ সময় গ্রামের অনেকেই বাউলদের কর্মকান্ডে অসন্তোষ প্রকাশ করে তাদের বিরুদ্ধচারণ করে। পরে, প্রকৃত ঘটনাকে আড়াল করতে বাউলরা আদালতে মামলা করে মোড়লদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। মোড়লদের দাবী তারা বাউলদের গ্রামে নিষিদ্ধ ও তাদের চাষাবাদে বাধা এবং ঘরছাড়া করেননি।
রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু জানান- ওই গ্রামে বাউলদের সাথে কিছু লোকের বিরোধ দীর্ঘদিনের। শুনেছি গ্রামে বাউলদের কাজ নিষিদ্ধ করা হয়েছে। তবে- পুরো ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান- বাউলের মাথার চুল কাটার অভিযোগটি সত্য নয়। তবে, কেন কিসের জন্য এবং কাদের মধ্যে এই বিরোধ তা তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।