কৃষি সমাচার

লাউ বীজের চাষ করে লাখপতি মেহেরপুরের কৃষক তৌহিদুল

By মেহেরপুর নিউজ

May 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মে: মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের প্রান্তিক কৃষক তৌহিদুল ইসলাম। নিজের মাত্র ৫কাঠা জমি নিয়ে গত ৫ বছর আগে লাউ বীজের চাষ শুরু করেন। প্রথম বছর থেকে সে লাভবান হওয়ায় সে এই চাষটাকে তার সংসারের একমাত্র আয়ের উৎস হিসেবে বেঁছে নিয়েছে। বর্তমানে সে পরের জমি লিজ নিয়ে সাড়ে তিন বিঘা লাউ বীজের আবাদ করেছে।

প্রতিবিঘা জমিতে তার এই চাষ করতে খরচ হয় ১৫-২০ হাজার টাকা। সেক্ষেত্রে সে এই পরিমান জমি থেকে বীজ বিক্রি করে ৪০-৪৫ হাজার টাকা। পাশপাশি লাউ শাক ও তরকারীর জন্য লাউ বিক্রি করে আরো ১০-১২ হাজার টাকা আয় করে। তার এই বীজ বিক্রি করতে কোন সমস্যা হয়না। বিভিন্ন কোম্পানী তার বাড়ি থেকে কিনে নিয়ে যায়। এই টাকা দিয়েই সে তার সংসারের সব ব্যয় নির্বাহ করে প্রতি মাসে ৫হাজার টাকা সঞ্চয় করে রাখে। তার দেখাদেখি গ্রামের অনেকেই এখন এই চাষে উদ্বুদ্ধ হয়েছে।