মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে:
বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে রোববার মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে এক র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য খন্দকার একরামূল হক হীরা, জেলা কমিটির সদস্য আলহাজ মোঃ আসকার আলী প্রমুখ। এর আগে একটি র্যালি বের করা হয়। জেলা কমিটির সদস্য আলহাজ মোঃ আসকার আলীর নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পৌরসভা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
