অন্যান্য

রোববার আমঝুপি ইউপি’র ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন

By মেহেরপুর নিউজ

December 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলাধীন আমঝুপি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সাধারন উপ নিবার্চন রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। তারা হলেন: মোঃ আমেলুউদ্দীন খান (ফুটবল), হাফেজ-আব্দুল মোমিন (টিউবয়েল) ও সাবেক সদস্য শহিদুল্লাহ  (মোরগ) প্রতিক নিয়ে প্রতিদন্ধিতা  করছেন। সদর উপজেলা নিবার্চন অফিসার ও রিটানিং অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান জানিয়েছেন নিবার্চনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহনের লক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্র দুটিতে ব্যালট বাক্স সহ সকল প্রকার সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুরাতন মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবার্চন উপলক্ষে ২টি কেন্দ্র খোলা হয়েছে। খোকসা, পুরাতন মদনা ও বসন্তপুর গ্রামের ৩ হাজার ৮শত ৮জন ভোটার ভোটদান করবেন এরমধ্যে পুরুষ ভোটার ১৮৬০ জন ও নারী ভোটার ১৯৪৮ জন বলে জানান উপজেলা নিবার্চন অফিসার  মোঃ মোতাওয়াক্কিল রহমান ।

আমঝুপি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম জানান ৮ নভেম্বর- ২০১৪ তারিখে উক্ত ওর্য়াড সদস্য মোঃ মিজানুর রহমান এর মৃত্যু হলে এ উপ-নিবার্চন অনুষ্ঠিত হচ্ছে।