বর্তমান পরিপ্রেক্ষিত

রামদেবপুরে প্রিমিয়ার লিগে বন্দর দলকে হারিয়ে পলাশীপাড়া দিগন্ত ক্লাবের দাপুটে জয়

By মেহেরপুর নিউজ

February 08, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার রামদেবপুর মাঠে অনুষ্ঠিত পলাশীপাড়া প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪৮ রানে জয় লাভ করেছে পলাশীপাড়া দিগন্ত ক্লাব।

শনিবার বিকেলে গাংনী উপজেলার রামদেবপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পলাশীপাড়া দিগন্ত ক্লাব। ১৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে অলরাউন্ডার সোয়েব মাত্র ১৯ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন।

জবাবে মেহেরপুর সদর উপজেলার বন্দর স্পোর্টিং ক্লাব ১১ ওভার পর্যন্ত লড়াই করেও ১১৯ রানের বেশি করতে পারেনি। দলের ওপেনিং ফাস্ট বোলার জামিল ৩ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট অর্জন করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সুবাদে তিনি ম্যাচসেরা নির্বাচিত হন।