মেহেরপুর নিউজ:
রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ মানেই সবাই মিলে একত্র হয়ে মিলনের মোহনায় দাঁড়িয়ে একমঞ্চে উদ্যাপন।
একমাস সিয়াম সাধনার পর আগামীকাল অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সেই ঈদ-উল-ফিতরকে মহিমান্বিত করে তোলার লক্ষ্যে মেহেরপুর শহরসহ জেলার প্রতিটি ঈদগা মাঠের প্রস্তুতি সম্পন্ন করেছে।
মেহেরপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে সকাল ৮.১৫ মিনিটের সময়। মেহেরপুর কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮.৩০ মিনিটে, মেহেরপুর থানা মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭ টায়,মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে মহিলাদের জামাত সকাল ৮.৪৫ মিনিটে এবং শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিস এর জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬.৩০ মিনিটে ।
মেহেরপুর জেলার অন্যান্য ঈদগাহ ময়দানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান জামাতের সাথে সমন্বয় করে কর্মসূচি নির্ধারণ করবেন। বৈরী আবহাওয়া থাকলে ঈদের জামাত স্ব-স্ব মসজিদে অনুষ্ঠিত হবে। মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাতের ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, শহরের পুরাতন ঈদগাহ মাঠের জামাতে ইমামতি করবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান। কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে ইমামতি করবেন কোড জামে মসজিদের ইমাম হাফেজ জুবায়ের হেসেন।