বর্তমান পরিপ্রেক্ষিত

রাতের আঁধারে ২টি লেগুনা ভাংচুর

By মেহেরপুর নিউজ

March 04, 2019

মেহেরপুর নিউজ, ৪ মার্চ: মেহেরপুর শহরের ঘোষ পাড়াই ২টি লেগুনা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। ঘোষ পাড়াই খোকন মীর জানান রবিবার রাতে তার ২টি লেগুনা, (মেহেরপুর ছ-১১-০০৩৯ ও একটি নম্বর বিহিন ) বাড়ির সামনে রেখে দেয় । ঐ দিন মধ্যরাতে গাড়ি ভাংচুরের শব্দ শুনে বাইরে বের হতেই দেখেন কয়েকজন যুবক দৌড়ে পালাচ্ছে। হামলায় লেগুনা দুটির দরজা ও সামনের গ্লাচ ভেঙে ফেলে। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে।