মেহেরপুর নিউজ:
ঘড়ির কাঁটা রাত ঠিক ১১ টা ১০ মিনিট। রিতা খাতুন খানিকটা ঘুমঘুম চোখে বইয়ের পাতার দিকে চোখ রাখছেন রিতা খাতুন। রিতা খাতুন মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। আসন্ন এসএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী হিসাবে রাত জেগে বই পড়ছেন। ঠিক সেই সময়ই হাজির মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। একইভাবে অপর এক ছাত্রীর বাসায় উপস্থিত হওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিভাবক সুলভ এমন মনোভাবের পরিচয় পেয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন এবং আনন্দে কেঁদে ওঠেন।
এসএসসি ও সম্মানের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রস্তুতি কেমন, তারা ঠিকমতো পড়ছেন কিনা। সেটি দেখার জন্যই মূলত রাতের এই অভিযান। রিতা পারভীনের মত হিজুলি এবং আমঝুপি গ্রামের আরো কয়েকজন পরীক্ষার্থী বাড়ি একই কায়দায় তিনি প্রবেশ করলেন। এবং শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে খোঁজখবর নিলেন। যে খোঁজখবরটি হয়তো অনেক অভিভাবকের নিচ্ছেন না।
শিক্ষার জন্য নিবেদিত এ প্রশাসনিক কর্মকর্তা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে নিজের দায়িত্ববোধ থেকে ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই খাইরুল ইসলাম শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ থাকেননি, বরং উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গ্রহণ করেছেন বেশ কিছু ব্যতিক্রমী কার্যক্রম। তারই অংশ হিসেবে তিনি শুরু করেছেন রাত্রিকালীন হোম ভিজিট’ কার্যক্রম।
মার্চ মাসের শুরু থেকেই প্রতিদিন রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকার এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই—পরীক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলা, সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা।
হোম ভিজিটকালে ইউএনও খাইরুল ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাদের পরীক্ষার প্রস্তুতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অভিভাবকদেরও পরামর্শ দেন কীভাবে সন্তানদের আরও ভালোভাবে পড়াশোনায় মনোযোগী করা যায়। এছাড়াও পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী। যা শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। এমন একটি উদ্যোগে অভিভাবকদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। তারা বলছেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন সরাসরি সম্পৃক্ততা নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। রাত্রিকালীন হোম ভিজিটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, বিনপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।