মেহেরপুর নিউজ:
উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ২ বিঘা রাজাসান বাঁধাকপিতে ১ লক্ষ টাকা লাভ করেছে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের চাষি জামাত আলী।
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাঠে রাজাসান বাঁধাকপির মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক জামাত আলী এ কথা জানান। শনিবার বিকালের দিকে রাজাশন কপির মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
চকশ্যামনগর গ্রামের চাষী জামাত আলী জানান এবার তার ২ বিঘা ১০ কাঠা জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড রাজাসান বাঁধাকপির চাষ করেন। প্রতিটি কপি ২ কেজি থেকে আড়াই কেজি ওজন হয়েছে বলে কৃষক জানান। তার লাগানো জমির কপির মধ্যে ২ বিঘা জমির লাগানো কপি ১ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। মাঠ দিবস অনুষ্ঠানে রাজসান ফুলকপির ডিলার দয়ালরানা সহ এলাকার অন্যান্য চাষিরা সেখানে উপস্থিত ছিলেন।