মেহেরপুর নিউজ, ২০ জানুয়ারি: শারিরীক অসুস্থতা ও বয়স জনিত কারণ দেখিয়ে রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন লে. কর্ণেল (অব.) সামসুল ইসলাম সামস। তিনি মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার দুপুরে মেহেরপুর শহরস্থ স্টেডিয়াম পাড়ার নিজ বাসবভনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, শারীরিক অসুস্থতা ও বয়স জনিত কারণে সংগঠনের গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করা মোটেও সম্ভব না। যে কারণে জেলা ব্এিনপির সহ-সভাপতি ও সাধারণ সদস্যপদ সহ রাজনৈতিক সকল কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এ বিষয়ে আর কোন প্রশ্নের উত্তর তিনি দেননি। লে. কর্ণেল সামসুল ইসলাম চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০০৬ সালে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। একই সাথে ৬০ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা একই সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে যোগদান করেছিলেন তার মধ্যে তিনি একজন। বিএনপির রাজনীতি যোগদানের পর থেকে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর ) আসনের বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় দৌড়ঝাপ করেছিলেন। ২০০২ সালে তিনি তিনি চাকরি থেকে অবসর নেন।