নির্বাচন

রাইপুরে আ’লীগের মনােনিত প্রার্থীকে বিজয়ী করতে মেয়র আহম্মেদ আলীর ভােট প্রার্থনা

By মেহেরপুর নিউজ

November 21, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী গােলাম সাকলায়েন ছেপুকে বিজয়ী করতে গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী ভােট প্রার্থনা করেছেন।

রবিবার সকালের দিকে রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভােটারদের দ্বারে-দ্বারে গিয়ে ভােট প্রার্থী করেন মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মেয়র আহম্মেদ গাংনী জানান জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসাবে জনগণের সেবার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা তথা ইউনিয়ন পরিষদ ত্বরানিত হচ্ছে। তাই,নৌকা মার্কায় ভোট দেয়া মানে জনগণের উন্নয়ন করা।

আগামী ২৮ নভেম্বর রাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী গােলাম সাকলায়েন ছেপুকে বিজয়ী করতে পারলে,জনগণের উন্নয়ন হবে।