মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দারিয়াপুর ক্রিকেট একাদশ জয়লাভ করেছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় দারিয়াপুর ক্রিকেট একাদশ ৬ উইকেটে সিংহাটি অলিম্পিক ক্লাবকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিংহাটি অলিম্পিক ক্লাব ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইসরাফিল ৩৯ রান করেন। দারিয়াপুর ক্রিকেট একাদশের দাহির ২ টি উইকেট লাভ করেন।জবাবে খেলতে নেমে দারিয়াপুর ক্রিকেট একাদশ ১২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । দলের পক্ষে লালু ৩৭,দাহির অপরাজিতা ৩২ রান করেন সিংহাটির সুফিয়ান ২ টি উইকেট দখল করেন।
বিজয়ী দলের দাহির ম্যান অব দ্যা ম্যাচ।সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন লালু ।পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তৌহিদুল। খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন পারভেজ ও ধনঞ্জয় । তাদের সহযোগিতা করেন রাজন ও মাসুম। খেলা শেষে কোমরপুর ক্রিকেট ক্লাবের সদস্য সানোয়ার হোসেন সেন্টু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।