মেহেরপুর নিউজ:
মেহেরপুর রমেশ ক্লিনিকে অপারেশনের ২ দিন পর একই ক্লিনিকের স্টাফ নার্স স্বর্ণালীর মৃত্যু। ক্লিনিক বন্ধের দাবিতে লাশ নিয়ে এলাকাবাসীর সড়ক অবরোধ। মেহেরপুর শহরের মল্লিকপাড়া সড়কে যান চলাচল বন্ধ । শনিবার দুপুরের পর থেকে ওই সড়কে অবরোধ করে এলাকাবাসী।
জানা গেছে মেহেরপুর রমেশ ক্লিনিকের স্টাফ নার্সস্ত্রী স্বর্ণালী এপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হন। গত বৃহস্পতিবার রমেশ ক্লিনিকেই তার এপেন্ডিসাইটিস রোগের অপারেশন করা হয়। অপারেশনের কিছুক্ষণ পর স্বর্ণালী জ্ঞান হারিয়ে ফেলেন। ওই সময় স্বর্ণালীর মৃত্যু হয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে রমেশ ক্লিনিকে চড়াও হয়।
পরে তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বর্ণালীর অবস্থা আরো অবনতি হলে শুক্রবার তাকে ঢাকায় নেওয়া হয়। শনিবার সকালের দিকে স্বর্ণালীর মৃত্যু হয়।
এদিকে শনিবার দুপুরের পর স্বর্ণালীর মরদেহ মেহেরপুরে এসে পৌঁছালে স্বর্ণালীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স রমেশ মল্লিকের সামনে রেখে এলাকাবাসী ক্লিনিক বন্ধের দাবিতে অবরোধ শুরু করেন। এ সময় এলাকাবাসী রমেশ ক্লিনিকের ব্যবস্থাপক শহিদুল ইসলামের বিচার দাবি জানান। এলাকার শত শত নারী পুরুষ দীর্ঘক্ষণ রাস্তার উপরে অবস্থান করেন। এ সময় সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।
পরে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ এবং ডিবির ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল রমেশ ক্লিনিকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ক্লিনিক মালিক পক্ষের সাথে বেশ কিছুক্ষণ আলাপ-আলোচনা শেষে সড়ক অবরোধ তুলে নিয়ে লাশ বাড়িতে নিয়ে যান। এর আগে সকাল থেকে মেহেরপুর সদর থানার পুলিশ এবং ডিবির সদস্যদের রমেশ ক্লিনিকে সামনে অবস্থান নিতে দেখা যায়।