মেহেরপুর নিউজ, ০৬ মে:
মেহেরপুরে রমযান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় মূল্যে বিক্রয় করা এবং ইফতারসহ খাবার সামগ্রী ভেজামুক্ত ভাবে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো: আতাউল গনি ফেসবুকে এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞাপনের মাধ্যমে এ বার্তা দিয়েছেন।
একই সাথে এ নিয়মনীতি যে ব্যবসায়ী মানবেন তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- যত্রতত্র খোলা খাবা বিক্রি না করা, ফলমূলে ফরমালিনসহ অন্যান্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার না করা, অবৈধ মজুদ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না করা, ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ খাবার ও পণ্য বিক্রয় না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে