বর্তমান পরিপ্রেক্ষিত

রবিবার থেকে মেহেরপুরসহ ১০ জেলায় পরিবহন ধর্মঘট

By মেহেরপুর নিউজ

February 25, 2017

মেহেরপুর প্রতিনিধি: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় চালক জমির উদ্দিনের যাবজ্জীবন জেল দেওয়ার প্রতিবাদে রবিবার সকাল থেকে মেহেরপুরসহ খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ শ্রমিক সংগঠনগুলো। শনিবার দুপুরে মেহেরপুর শহরে মাইকিং করে এ ধর্মঘটের ঘোষনা দেওয়া হয়। ঘোষনায় বলা হয়- বাস, ট্রাক, মাইক্রোসহ সকল ইঞ্জিন চালিত যান বাহন মেহেরপুরসহ খুলনা বিভাগের ১০ জেলার সকল রুটে চলাচল বন্ধ থাকবে। মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা জানান, খুলনা বিভাগীয় আঞ্চলিক কার্যালয় যশোরে এক জরুরী সভা শেষে খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনায় দন্ডবিধির ৩০৬ ধারায় সর্বোচ্চ শাস্তি ৩ বছর জেল। অথচ জমির উদ্দিনের ক্ষেত্রে দেওয়া হয়েছে যাবজ্জীবন। ওই রায় বাতিলসহ তার মুক্তির দাবিতে এ ধর্মঘট। যতক্ষন না তাকে মুক্তি দেওয়া হবে ততদিন এ ধর্মঘট চলতে থাকবে। প্রসঙ্গত, গত বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জমির উদ্দিনের যাবজ্জীবন জেলের আদেশ দেন। সেদিন থেকেই চালক জমিরের নিজ জেলা চুয়াডাঙ্গাতে পরিবহন ধর্মঘট শুরু হয়।