মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাঠ থেকে স্যালো মেশিন চুরির দুই দিনের মাথায় ২ চোর সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। চুরি যাওয়া স্যালো মেশিন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের হারুনের ছেলে রতন, ইদুর ছেলে জামিরুল এবং আমঝুপি গ্রামের আবুল কালামের ছেলে জাকারিয়াকে আটক করে।
জানা গেছে রতন এবং জামিরুল দুইদিন পূর্বে রঘুনাথপুর গ্রামের মাঠ থেকে একই গ্রামের সাবান শেখের ছেলে বরকতের একটি শ্যালো মেশিন চুরি করে। বিষয়টি মেহেরপুর সদর থানায় অভিযোগ করা হলে সদর থানা পুলিশ রতন এবং জামিলরুকে আটক করেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমঝুপির জাকারিয়ার ভাঙির দোকান থেকে শ্যালো মেশিন উদ্ধার করা হয়। এবং জাকারিয়াকেও আটক করা হয়।