মোঃ আব্দুর রহমান(পিয়ার) :
===============================
একাত্তরে বট তলাতে উড়লো দেশের কেতন,
ছাত্র সমাজ দেশের তরে নিশান উড়ায় প্রথম।
রক্ত মাখা লাল পতাকা পেয়েছে স্বাধীন দেশ,
বিশ্বজুড়ে হিমেল হাওয়ায় ছড়ায় স্রোতের আবেশ।
রক্তে মাখা লাল পতাকা যায়না হীরায় কেনা,
লাখো প্রানের বিসর্জনে অর্জিত ঠিকানা।
লাল-সবুজের ঐ পতাকায় রক্তে আঁকা চিত্র,
ছাত্র-জনতা আন্দলনের ঝাঁপিয়ে পড়ার দৃশ্য।
রক্তের স্রোতে বয়েছে জোয়ার গনহত্যার কালে,
বৃষ্টির মত ফুটেছে গুলি মাঠে আর ময়দানে।
বীরঙ্গনাার স্বীকার হয়ে বেঁচে অবলা নারী,
পতাকার তাকিয়ে তাঁদের লাল সালাম করি।
দেশ-বিদেশে মুক্ত হাওয়ায় দেশের নিশানা,
রক্ত মাখা লাল পতাকা পেয়েছে সার্থকতা।