কবিতা

যুদ্ধ মানে কি ?

By মেহেরপুর নিউজ

October 24, 2016

মো: বরকত অালী

যুদ্ধ মানে কি ? যুদ্ধ মানে- মায়ের সামনে সন্তানের মৃত্যু ; ভাইয়ের সামনে বোনের চিৎকার । যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে – অগ্নিশিখায় জ্বলে উঠা ঘর বাড়ি; হানাদার বাহিনীর দৌড়াদৌড়ি। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে- রক্তের হলি খেলা , ক্ষুধার্থ শিশুদের কান্না। ক্ষুধার জ্বালায় নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করা। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে- পাক বাহিনীর হাত থেকে মা বোনদের রক্ষা করা , অন্যের বশ্যতা শিকার না করা । অধিকার আদায়ের জন্য জীবন বাজি রেখে অস্ত্র ধরা । যুদ্ধ মানে স্বাধীন বাংলায় বেচে থাকা । মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করা ।